গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর চাপায় ছালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কামারপাড়া-কান্তনগর সড়কের বেহারাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ছালেহা দামোদরপুর গ্রামের মৃত্যু আবু তালেবের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কামারপাড়া থেকে বালুবাহী একটি ট্রাক্টর কান্তনগরের দিকে যাচ্ছিল। পথে কামারপাড়া-কান্তনগর সড়কের বেহারাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পথচারী বৃদ্ধা ছালেহাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাদুল্যাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিল্লাত হোসেন জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দসহ চালক ও তার হেলপারকে আটক করা হয়েছে।