Home খেলাধুলা ভারতীয় ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত

ভারতীয় ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবং ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি করিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মহামারির আগে সাম্প্রতিক সময়ে ৬১ বছর বয়সী কপিল সামাজিক অনুষ্ঠান এবং গলফ কোর্সে বেশ সক্রিয় ছিলেন।

সাবেক টেস্ট খেলোয়াড় ও ভারতীয় ক্রিকেটার্স সমিতির সভাপতি অশোক মালহোত্রা পিটিআইকে বলেন, ‘তার অবস্থা এখন ভালো। আমি কেবলমাত্র তার স্ত্রীর (রুমি) সাথে কথা বলেছি। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করেন। আমি কথা বলার সময় একটি হাসপাতালে তার চেকআপ করানো হচ্ছিল।’

নয়াদিল্লির ওখলা রোডের ফোর্টিস এসকর্টস হাসপাতাল এক বিবৃতিতে জানায়, ‘কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মধ্যরাতে তাকে চেকআপ এবং জরুরি করোনারি অ্যানজিওপ্লাস্টি করা হয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বর্তমানে কপিল দেব ডা. অতুল মাথুর ও তার দলের তত্ত্বাবধানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল এবং দু-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।’

এদিকে, কপিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ কঠিন সময়ে যারা পাশে ছিলেন ও সাহস জুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -www.youtube.com/watch?v=7kKXkt3fLn4

Most Popular

নতুন প্রকল্পে স্মার্টকার্ড প্রতি ব্যয় ১৬০ টাকা

ঢাকা: স্মার্টকার্ড তথা আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় প্রকল্পের অধীন ৩ কোটি ভোটারের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৮০ কোটি টাকা।...

শ্বাসরুদ্ধকর জয়ে ওয়ানডে সিরিজও ভারতের

টেস্ট, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও ঘরে তুললো ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের শ্বাসরুদ্ধকর ৭ রানে হারিয়েছে কোহলি বাহিনী। রোববার পুনেতে ভারতের অধিনায়ক হিসেবে...

টিকার পরের চালান কবে, নিশ্চিত নন স্বাস্থ্যমন্ত্রী

ভারত সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার রপ্তানি সাময়িকভাবে স্থগিত করার পর সময়মত টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার পরের চালান...

আট মাসে সর্বোচ্চ শনাক্ত, আরও ৩৫ মৃত্যু

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ২ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল চার হাজার ১৯ জন ২৪...

Recent Comments